পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্বপ্নের মতো অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। চার ওভারে ৩১ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন লাহোর কালান্দার্সের হয়ে খেলা বাংলাদেশের এই স্পিন বোলিং অলরাউন্ডার।
ম্যাচে আগে ব্যাটিং করে ছয় উইকেটে ২১৯ রান করে লাহোর। এরপর ব্যাটিংয়ে নেমে লাহোরের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ব্যাটাররা। ইনিংসের সপ্তম ওভারে রিশাদের হাতে বল তুলে দেন আফ্রিদি। প্রথম ওভারে মাত্র ৬ রান খরচ করেন বাংলাদেশের এই স্পিনার।
দ্বিতীয় ওভারে এসে রাইলি রুশোর উইকেট তুলে নেন রিশাদ। ওভারের শেষ বলে এই প্রোটিয়া ব্যাটারকে বোল্ড করেন তিনি। ১১তম ওভারে রিশাদ নিজের তৃতীয় ওভার করতে এসে একটু খরুচে বোলিং করেন। সেই ওভারে একটি ছক্কাসহ ৯ রান খরচ করেন। তবে শেষ ওভারে রিশাদ তুলে নেন জোড়া উইকেট। বোলিংয়ে এসে প্রথম বলেই মোহাম্মদ আমিরকে বোল্ড করেন তিনি। সেই ওভারের চতুর্থ বলে আবরার আহমেদকে ফেরান রিশাদ। এই স্পিনারের বলে মোহাম্মদ নাইমকে ক্যাচ দিয়ে আউট হন স্লগ সুইপ করতে যাওয়া আবরার।
রিশাদের পারফরম্যান্স নিয়ে ম্যাচ শেষে ভূয়সী প্রশংসা করে লাহোরের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি বলেন, ‘আজ পরিকল্পনার বাস্তবায়ন সঠিক ছিল এবং সবাই ভালো করেছে। আমরা এমন একজন বোলারকে নিতে চেয়েছিলাম যে মাঝের ওভারে উইকেট নেয়। তাই আমরা রিশাদকে বেছে নিয়েছিলাম। দুর্ভাগ্যবশত ভিসের কিছুটা চোট ছিল। রিশাদই সেরা বিকল্প ছিল কারণ আসিফ আফ্রিদি তখন নতুন বলে বোলিং করছিলেন। বিলিংস একজন ৩৬০ ডিগ্রী প্লেয়ার এবং তার রান করার ক্ষমতা আছে। আমরা আশা করেছিলাম যে সে ভালোভাবে শুরু করবে এবং শেষ করবে।’
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.