ভারতের ম্যাচে বিনামূল্যে ইফতার পাবেন দর্শকরা

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির অবশিষ্ট কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে পবিত্র রমজান মাসে। এ কারণে দুবাইয়ের রোজাদার দর্শকদের বিনামূল্যে ইফতারি করানোর ঘোষণা দিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ঘোষণা দিয়েছে ইসিবি। আসন্ন রমজানে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ন্যূনতম দুটি, সর্বোচ্চ তিনটি ম্যাচ আয়োজিত হওয়ার কথা রয়েছে। প্রত্যেক ম্যাচেই বিনামূল্যে ইফতার বিতরণ কবে ইসিবি।

ইসিবির এক্স পোস্টে লেখা হয়, ‘রমজানের সত্যিকারের চেতনাকে সমুন্নত রাখতে এমিরেটস ক্রিকেট বোর্ড ঘোষণা করছে, চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাইয়ে বাকি ম্যাচগুলোয় রোজাদার দর্শকের জন্য বিশেষ ইফতারি বক্স সরবরাহ করা হবে। যা শুরু হবে ২ মার্চ রোববার এ গ্রুপে নিউজিল্যান্ড-ভারত ম্যাচের মধ্য দিয়ে। পবিত্র রমজান মাসে এটাই হবে প্রথম ম্যাচ। স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় রোজা ভাঙার সময় হওয়ার আগে ইফতারি বক্স সরবরাহ করা হবে।’

বিবৃতি অনুযায়ী দুবাই স্টেডিয়ামের সাধারণ স্ট্যান্ড, প্রিমিয়ার স্ট্যান্ড, প্যাভিলিয়ন স্ট্যান্ড ও প্লাটিনাম স্ট্যান্ডে রোজাদারদের ইফতারি বক্স দেওয়া হবে। দুবাইসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান মাস আগামীকাল থেকে শুরু হতে পারে।

আগামী রবিবার নিউজিল্যান্ড-ভারত গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে দুবাইতে। আগামী ৪ মার্চ একই মাঠে প্রথম সেমিফাইনালও অনুষ্ঠিত হবে, যেখানে খেলবে ভারত। ভারতের প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া, আফগানিস্তান অথবা সাউথ আফ্রিকা। সেই ম্যাচে প্রতিপক্ষকে হারিয়ে ভারত যদি ফাইনালে উঠে তাহলে শিরোপা জয়ের লড়াইও হবে দুবাই স্টেডিয়ামে। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক হলেও ভারতের আপত্তিতে টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.