আকাশসীমা ব্যবহারে ইসরায়েলের অনুরোধ প্রত্যাখ্যান করল তুরস্ক

তুরস্কের আকাশসীমা ব্যবহার করে আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে চেয়েছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। তবে তার সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে তুরস্ক। যে কারণে শনিবার এক বিবৃতিতে হারজোগ তার ‘নিরাপত্তা উদ্বেগ’ উল্লেখ করে সম্মেলনে অংশগ্রহণ বাতিল করেছেন।

সোমবার (১৮ নভেম্বর)  মিডেল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। আর ইস্যুতে ইসরায়েলকে কঠোর হুশিয়ারি দিয়ে যাচ্ছে তুরস্ক। এ কারণে তুরস্কের সঙ্গে সম্পর্কে ভাটা পড়েছে ইসরায়েলের। এ অবস্থায় ইসরায়েলের প্রেসিডেন্টকে নিজেদের আকাশপথ ব্যবহার করার অনুমতি দেয়নি তুরস্ক।

এর আগে, গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শীর্ষ সম্মেলনের অংশগ্রহণ করেন। যেখানে ইসরায়েলের সঙ্গে নিজেদের সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা জানান।

তুরস্ক ও তেল আবিবের মধ্যে সর্বশেষ বাণিজ্য সম্পর্ক ছিল মে মাসে। এরপর দুই দেশের বাণিজ্য সম্পর্ক স্থগিত করা হয়। ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে আঙ্কারা এখন ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা বাস্তবায়নের দিকে মনোনিবেশ করছে। একই সঙ্গে দেশটি জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক করতে চেষ্টা চালাচ্ছে।

অর্থসূচক/এএকে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.