অনলাইনে দাখিলপত্র ও সহগ ঘোষণার হার্ডকপি চাওয়া বেআইনি: এনবিআর

অনলাইনে দাখিলপত্র, সহগ ঘোষণা ইত্যাদি দাখিল করার পর কোনো কোনো ক্ষেত্রে ভ্যাট অফিসার কর্তৃক হার্ডকপি চাওয়া হয় যা আইনসঙ্গত নয়। অনলাইনে দাখিলপত্র, সহগ ঘোষণা ইত্যাদি দাখিল করার পর হার্ডকপি ভ্যাট অফিসে দাখিল করতে হবে না। তাছাড়া, দাখিলপত্র, সহগ ঘোষণা, ট্রেজারি চালান ইত্যাদি ভ্যাট অফিসার কর্তৃক সত্যায়িত করে সংরক্ষণ করার বিধান নেই বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

মঙ্গলবার (৫ নভেম্বর) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে (ভ্যাট সার্কেল অফিস) কাগুজে দাখিলপত্র দাখিল করতে চাইলে সার্কেল অফিসের গ্রহণ-প্রেরণ শাখা থেকে রিসিভ করে নিতে হবে। অধিকন্তু, দাখিলপত্র ডাকযোগেও প্রেরণ করা যায়।

এছাড়া, কাগুজে দাখিলপত্র দাখিল করার পরিবর্তে সকলকে অনলাইনে দাখিলপত্র দাখিল করার জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রাজ্ঞ নির্দেশনা ও অনুশাসন অনুযায়ী আয়কর তথ্য-সেবা মাসের সার্বিক কাজে জাতীয় রাজস্ব বোর্ড ব্যক্তি শ্রেণীর করদাতাগণের আয়কর রির্টান অনলাইনে দাখিলের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে এনবিআর। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করর্পোরেশনের আওতাধীন সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সব তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রজ্ঞাপন জারি করে দেশের অন্য সকল করদাতাগণকে অনলাইনে ই-রিটার্ন ও আয়কর জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। কর সংস্কৃতির বিকাশ, কর সচেতনতা বৃদ্ধি এবং সম্মানিত করদাতাদের আস্থা ও বিশ্বাস অর্জনের লক্ষ্যে নভেম্বর মাসব্যাপী আয়কর তথ্য ও সেবা প্রদানের ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এছাড়া অনলাইনে করদাখিলে সহজতর, দ্রুততর, ব্যয় হ্রাসসহ অনেকগুলো সুবিধা আছে। তবে সাইবার নিরাপ্তার বিষটিও আছে। বিশ্বের অনেক দেশেই পুরোপুরি কর রিটার্নের জন্য ডিজিটালাইজেশনের দিকে ঝুকেছে আরাও কাজ করছি। সবচেয়ে আধুনিক প্রযুক্তি রান করেই আমরা তা করছি। এখন গাড়িতে চড়লে দূর্ঘটনা ঘটতে পারে বলে তো আমরা গাড়িতে চড়া বাদ দিতে পারি না তেমনি প্রযুক্তি ব্যবহারের ঝুঁকি থাকলেও আমরা এর সুবিধা নেওয়া থেকে বিরত থাকতে পরি না।

এদিকে ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেমটি করদাতাদের জন্য উন্মুক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সিস্টেমটি ব্যবহার করে গত ২ নভেম্বর পর্যন্ত অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার অতিক্রম করেছে। প্রতিদিন ৮ থেকে ১০ হাজার কর দিচ্ছে। এটা ভবিষ্যৎতে ৫০ হাজার হবে বলে আশা করছে এনবিআর।

অর্থসূচক/ এএকে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.