খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলেন হাসনাত আব্দুল্লাহ ও নাগরিক কমিটি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও আকতার হোসেনসহ সাত সদস্য।

শনিবার (২৬ অক্টোবর) বিকালে তারা প্রথমে গুলশানে চেয়ারপারসনের অফিসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে করেন। পরে তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.