শেয়ার বিক্রি করবেন শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা

পুঁজিবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির একজন উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। তিনি ১৯ লাখ ৬৪ হাজার ২৭১ টি শেয়ার বিক্রি করবেন।

ঢাকা স্টক একেচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা তোফাজ্জল হোসেনের হাতে থাকা শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ১ কোটি ৪২ লাখ ৪৩ হাজার ২২৫ টি শেয়ারের মধ্যে ১৯ লাখ ৬৪ হাজার ২৭১ টি শেয়ার বিক্রি করবেন।

ডিএসইর পাবলিক ও ব্লক মার্কেটে বিদ্যমান বাজার দরে ঘোষিত শেয়ার আগামী ৩১ অক্টোবার ২০২৪ তারিখের মাঝে বিক্রি সম্পন্ন হবে।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে তোফাজ্জল হোসেনের হাতে থাকা ব্যাংকটির ১ কোটি ৫৬ লাখ ৭৮ হাজার ৯৫৪ শেয়ারের মধ্যে ৭ লাখ ৩৫ হাজার ৭২৯ শেয়ার বিক্রি করেছিলেন।

অর্থসূচক/ এএকে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.