ভারতে পলায়নকালে আওয়ামী লীগ নেতা রাজেশ্বর দাস আটক

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজেশ্বর দাস ভারতে পলায়নকালে বিজিবির হাতে আটক হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল পৌনে দশটায় সাতক্ষীরার ভোমরা চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করে বিজিবি।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা সূত্রের মাধ্যমে উক্ত আওয়ামী লীগ নেতার দখলে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্য পাওয়া যায়।

এছাড়াও, তার বিরুদ্ধে ২০০৮ সালে জাল টাকার একটি মামলা ছিল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় চিংড়ি মাছের ঘের দখল, আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আওয়ামী লীগ নেতা রাজেশ্বর দাসের বাড়ি আশাশুনি থানার সোভনালী ইউনিয়নের বংদহা স্বরাফপুর গ্রামে। তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.