পিলখানায় ৭৪ জনের হত্যার বিচার এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সব সুযোগ সুবিধাসহ চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা চাকরিচ্যুত বিডিআর কল্যাণ পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন বক্তব্য রাখেন, সিপাহী হাকিম, রতন মিয়া, আরিফ, হাবিলদার আবুল বাশার প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তা ও বিডিআরসহ ৭৪ জনকে হত্যা করা হয়েছে। এসব হত্যার বিচার করতে হবে। এ ছাড়াও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সব সুযোগ সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। অন্যথায় কঠোর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। পরে জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের কাছে স্মারকলিপি জমা দেন তারা।
অর্থসূচক/ এইচএআই
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.