যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান আকমল হোসেন

পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এম এ আকমল হোসেন আজাদ। তিনি স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব ও জেওসিএল বোর্ডের চেয়ারম্যান।

ঢাকা স্টক একচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সিনিয়র সচিব আকমল হোসেন আজাদ গত ২৯ আগস্ট যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন।

সম্প্রতি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদেও পরিবর্তন আনা হয়েছে। গত ১৫ আগস্ট থেকে যমুনা অয়েলের এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন মুস্তফা কুদরুত-ই-ইলাহী। তিনি সাবেক এমডি গিয়াস উদ্দিন আনসারীর স্থলাভিষিক্ত হয়েছেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.