প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির অভিযোগ থাকায় ২০২১ সালে অনুষ্ঠিত হওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষাটি বাতিলের দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা।
রোববার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে এ দাবি জানায় তারা।
চাকরিপ্রত্যাশীরা বলেন, দ্রুততম সময়ে বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়া না হলে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। ২০২১ সালের সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। ২০২৩ সালের ১০ নভেম্বর প্রিলিমিনারি ও ৮ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলেও এখনো প্রকাশিত হয়নি চূড়ান্ত ফলাফল। চলতি বছরের ২১ মে দুর্নীতির খবর গণমাধ্যমে প্রকাশিত হলে চাকরি প্রত্যাশীরা পরীক্ষাটি বাতিলের দাবি জানান। দ্রুততম সময়ে পুনরায় পরীক্ষা নেওয়া না হলে কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।
এর আগেও একবার মানববন্ধন করে বাংলাদেশ ব্যাংকের তখনকার গভর্নর আব্দুর রউফ তালুকদার বরাবর একটি স্মারকলিপি দিয়েছিলেন তারা।
অর্থসূচক/এমএইচ/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.