সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন কাল

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান যুক্ত করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন দাখিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ।

পাঁচজন বিশিষ্ট নাগরিকের এই রিভিউ আবেদন করার জন্য আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম এ অনুমতি দেন।

চেম্বার আদালতের আদেশের পর মতিঝিলে ড. কামাল হোসেনের ল’ চেম্বারে রোববার রাতেই এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবেদনকারীদের আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। তিনি বলেন, এ সপ্তাহেই আপিল বিভাগের রিভিউ আবেদন দাখিল করা হবে।

একইসঙ্গে তিনি জানান, প্রায় ৮০০ পৃষ্ঠার রিভিউ আবেদন প্রস্তুত করা হয়েছে। চেম্বার জজ আদালত থেকে অনুমতি নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৭ আগস্ট) রিভিউ ফাইল করা হবে। আবেদনে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আপিল বিভাগের রায় বাতিল চাওয়া হয়েছে।

এর আগে, ১৯৯৬ সালে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয়। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন।

পরবর্তীতে, ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট বিভাগ এ রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয়। ওই রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতি দেওয়া হয় এবং এর ধারাবাহিকতায় ২০০৫ সালে আপিল করে রিট আবেদনকারীপক্ষ। এই আপিল মঞ্জুর করে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন।

আপিল বিভাগের সেই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করার জন্য সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি অনুমতি চেয়ে আবেদন করেন। আবেদনকারীদের অন্য চারজন হলেন- তোফায়েল আহমেদ, এম হাফিজ উদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.