৩ কোটি টাকার সেই সাবেক সচিব গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের দু’টি বাসা থেকে বিপুল পরিমাণে দেশি-বিদেশি মুদ্রাসহ তিন কোটি টাকা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত সাবেক সচিব শাহ কামাল গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর মহাখালী থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাবর রোডের বাসায় ডিএমপির অভিযানে তিন কোটি এক লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছিল।

জানা যায়, আলোচিত বাসাটিতে বিপুল টাকা থাকার কথা প্রথমে স্থানীয়রা জানতে পারেন। মোহাম্মদপুরের ওই বাসাটি ছয়তলা। স্থানীয়রা জানতে পারেন, বাসাটির দ্বিতীয় তলায় সাবেক এক সচিবের বাসায় বিপুল পরিমাণ টাকা লুকিয়ে রাখা হয়েছে। এরপর স্থানীয় জনতা ভবনটি ঘিরে ফেলে। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খবর দেওয়া হয়। পরে পুলিশের একাধিক টিম গিয়ে অভিযান পরিচালনা করে দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করে।

বাসাটিতে অভিযানের পর ডিএমপি জানিয়েছিল, উদ্ধার হওয়া মুদ্রার মধ্যে বাংলাদেশি ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা। ১০০ টাকা মূল্যের ৭৪৪টি প্রাইজ বন্ডের ৭৪ হাজার ৪০০ টাকা। বিদেশি মুদ্রার মধ্যে ৩ হাজার মার্কিন ডলার, ১ হাজার ৩২০ মালয়েশিয়ান রিঙ্গিত, ২ হাজার ৯৬৯ সৌদি রিয়াল, ৪ হাজার ১২২ সিঙ্গাপুরি ডলার, ১ হাজার ৯১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫ হাজার কোরিয়ান ওউন ও ১৯৯ চীনা ইউয়ান মুদ্রা পাওয়া গেছে। এসব বিদেশি মুদ্রার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকার সমান।

প্রসঙ্গত, ২০১৯ সালে অবসরে যান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. শাহ কামাল। সচিব থাকাকালে শাহ কামালের বিরুদ্ধে বদলি, কেনাকাটাসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থগ্রহণের অভিযোগ ছিল।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.