সালমান এফ রহমান গ্রেপ্তার
সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকারের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান ফজলুর রহমানকে (সালমান এফ রহমান) গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএমপির জনসংযোগ বিভাগ (মিডিয়া) থেকে পাঠানো একটি খুদে বার্তায় বলা হয়েছে, নৌ পথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পড়তে পারেন-
সব স্বৈরাচারেরই মধু খেয়েছেন সালমান
তীব্র গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ভারতে পালিয়ে যান আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা। তার পদত্যাগের আগে-পরে বেশ কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা, দলীয় এমপি ও আওয়ামীলীগ ঘনিষ্ট ব্যবসায়ী বিদেশে পালিয়ে গেছেন।
গত ৫ তারিখের পর থেকে বেক্সিমকো গ্রুপের ভাইস-চেযারম্যান ও বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমানের অবস্থান সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছিল না। তিনি দেশে কোথাও আত্মগোপন করে আছেন, নাকি বিদেশে পালিয়ে গেছেন সে বিষয়ে সরকারের লোকজনও কোনো ইঙ্গিত দেয়নি।
তবে বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছিল, সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ করা পর্যন্ত তিনি (সালমান) দেশেই ছিলেন। প্রতিবেদন অনুসারে, সোমবার (৫ আগস্ট) দুপুরে শেখ হাসিনার পদত্যাগের পর তাকে, তার বোন রেহানা ও সালমান এফ রহমানকে হেলিকপ্টারে করে কুর্মিটোলা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে করে তাদেরকে ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে গজিয়াবাদ হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.