প্রধান উপদেষ্টার প্রেস সচিব হচ্ছেন এএফপির শফিকুল আলম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হচ্ছেন এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান শফিকুল আলম।

সোমবার (১২ আগস্ট) রাতে শফিকুল আলম নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত জানিয়েছেন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস আমাকে অন্তর্বর্তী সরকারে তার প্রেস সচিব হওয়ার অনুরোধ জানিয়েছেন। আমি তাকে এবং জাতির সেবার এ সুযোগ পেয়ে গর্বিত। আমি এখনো নিয়োগপত্র পাইনি। আশা করছি, দু-একদিনের মধ্যে পেয়ে যাবো।

অন্যদিকে গণমাধ্যমকে তিনি বলেন, স্যার (ড. ইউনূস) আমাকে ফোন করে জানতে চেয়েছেন, আমি উনার প্রেস সচিব হবো কি না। এটা আমার জন্য বড় পাওয়া। আমিও সম্মতি দিয়েছি।

গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। গত ৮ আগস্ট সরকার শপথ গ্রহণ করেছে।

বর্ণাঢ্য ক্যারিয়ারসম্পন্ন শফিকুল আলম এএফপিতে যোগ দেওয়ার আগে ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে কর্মরত ছিলেন। তিনি একজন অধিকার কর্মী। বিদায়ী আওয়ামীলীগ সরকারের সময় দেশে গুম, ক্রসফায়ারসহ সংঘটিত নানা অপরাধের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আলোলনের ব্যানারে গড়ে ওটা কোটা সংস্কার ও পরে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবির আন্দোলনের পক্ষেও তিনি জোরালো ভূমিকা রেখেছেন।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.