দেশের অর্ধ ডজন ব্যাংকে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব ব্যাংকগুলোর কর্মকর্তাদের অবৈধ নিয়োগ বাতিল, অর্থ পাচার ও অনিয়মের সাথে জড়িত ব্যাংক মালিকদের শাস্তির পাশাপাশি বিগত কয়েক বছর ধরে চাকরির অবসানের মুখোমুখি হওয়াদের চাকরি ফেরত দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের কর্মচারীরা নিজ নিজ প্রধান কার্যালয়ে বিক্ষোভ করছে।
একদিন আগে, বিক্ষোভকারীরা চার ডেপুটি গভর্নরসহ বাংলাদেশ ব্যাংকের ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তাকে কেন্দ্রীয় ব্যাংক ছেড়ে যেতে বাধ্য করে।
বিক্ষোভকারী কর্মকর্তারা কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর সাইদুর রহমানকে পদত্যাগ করতে বাধ্য করে এবং গভর্নর আবদুর রউফ তালুকদারের পদত্যাগ চেয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর, চার ডেপুটি গভর্নর, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান এবং বাংলাদেশ ব্যাংকের নীতি উপদেষ্টা আজ কেন্দ্রীয় ব্যাংকে উপস্থিত ছিলেন না।
অর্থসূচক/এমএইচ/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.