নিরাপত্তাহীনতায় টাকা ও গ্রাহক কম এটিএম বুথে

গত ৬ আগস্ট থেকে দেশে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়৷ এর আগের রাতে পুলিশের ওপর প্রাণঘাতী হামলার সংবাদে নিজেদের নিরাপত্তার আশঙ্কায় পুলিশ কর্মবিরতি পালন করছে৷ এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত কয়েকদিন ধরে নিরাপত্তাহীনতায় গ্রাহক কম দেখা যায় এটিএম বুথগুলোতে।

সারাদেশে সীমিত আকারে ব্যাংক চললেও, ঝুঁকিপূর্ণ এলাকায় শাখা ও বুথ বন্ধ আছে। গত কয়েকদিন জরুরি প্রয়োজন ছাড়া কেউ ব্যাংকে না যাওয়ায় গ্রাহকের উপস্থিতি ছিল খুবই কম।

নাসির উদ্দিন নামের একজন গ্রাহক বলেন, বেশ কয়েকটি বুথ ঘুরেও কোনো টাকা তুলতে পারিনি। কোনো বুথ দেখাচ্ছিল টাকা নেই। কোনো বুথ অন্য ব্যাংকের এটিএম কার্ড নিচ্ছে না।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, গত কয়েকদিন ধরে অপর্যাপ্ত নিরাপত্তার কারণে এটিএম বুথে টাকা পাঠানো যায়নি তাই বেশিরভাগ বুথে টাকা নেই। এমনকি ব্যাংকের অনেক শাখাতেও টাকার অভাব।

সেনা সদস্যদের সীমিত উপস্থিতি ছাড়া অন্য নিরাপত্তা বাহিনী না থাকায় রাজধানীর সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় অনিরাপদ হয়ে পড়ে।

ব্যাংকাররা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে যেসব এলাকায় ঝুঁকি বেশি, সেসব এলাকায় অনেক ব্যাংক সীমিত আকারে কার্যক্রম চালিয়েছে, বুথ বন্ধ করে দিয়েছে।

প্রসঙ্গত, গত জুলাই মাস থেকে বাংলাদেশে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এ সময়ে আন্দোলনরত শিক্ষার্থী, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া চলায় সোমবার রাতেও সহিংসতা ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে সারাদেশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে শিক্ষার্থীদের।

অর্থসূচক/এমএইচ/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.