রাজপথ থেকেই চূড়ান্ত বিজয় ঘোষণা: সমন্বয়ক আসিফ

রাজপথ থেকেই চূড়ান্ত বিজয় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় একটি টেলিভিশন চ্যানেলে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

আসিফ বলেন, আজ রাত ৮টায় রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারায় অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করা হবে। সেখানে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

এই সমন্বয়ক আরও বলেন, খোলা রাজপথ থেকেই আন্দোলন হয়েছে, খোলা রাজপথ থেকেই আমাদের প্রাথমিক বিজয় হয়েছে এবং খোলা রাজপথ থেকেই আমরা আমাদের চূড়ান্ত বিজয় ঘোষণা করতে চাই।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.