কোনো মৃত্যুই কাম্য নয়, তরুণরাই দেশের ভবিষ্যৎ: তামিম ইকবাল

কোনো রক্তপাত ও কোনো মৃত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল।

বুধবার (১৭ জুলাই) রাতে তামিম ইকবাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসব লিখে পোস্ট দেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আপনারা জানেন, বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরেই আছি। তবে দেশে যা হচ্ছে, তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে।

আরও লেখেন, কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক। দেশ ও দেশের মানুষ ভালো থাকুক।

এদিকে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সংঘাতময় পরিবেশ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এই সংঘাতে ৬টি তরুণের প্রাণ ঝরেছে। সন্তানহারা মায়েদের বিলাপে ভারি হয় উঠেছে আকাশ। ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে কয়েকশত ছাত্র-ছাত্রী আহত হয়েছেন। এই আহত-নিহতদের বড় অংশই কোটা বিরোধী আন্দোলনের সমর্থক।

মূলত: পুলিশ এবং ছাত্রলীগের বর্বর হামলায় এই নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। কোথাও কোথাও ছাত্রলীগের প্রশ্রয়ে তাদের সহযোগী হিসেবে বহিরাগতরাও মাঠে নেমেছে। নিরীহ ছাত্র-ছাত্রীদের নির্মমভাবে পিটিয়েছে। একাধিক জাতীয় সংবাদপত্র ও টেলিভিশনে এসব খবর উঠে এসেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.