হোটেল সায়মনে বিশেষ সুবিধা পাবে ইবিএল কার্ডধারীরা

কক্সবাজারে অবস্থিত সায়মন হেরিটেজে বিশেষ সুবিধা ভোগ করবে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) কার্ডধারীরা। এমন এক চুক্তি স্বাক্ষর করেছে ইবিএল ও সায়মন হেরিটেজ।

সম্প্রতি ইবিএল’র উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং সায়মন হেরিটেজের পরিচালক দারিয়ুস রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যাদের মধ্যে ইবিএল’র সিনিয়র ব্যবস্থাপক, রিটেইল অ্যালাইন্স ফারজানা কাদের এবং সায়মন হেরিটেজের ব্যবস্থাপক, বিক্রয় ও বিপণন মো. আহসানুল হোসাইন উপস্থিত ছিলেন।

অর্থসূচক/ এইচএআই

  
    
মন্তব্য
Loading...