সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে অবস্থান নেন তারা। এ সময় মিরপুর রোডের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ সময় শিক্ষার্থীদের কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
বুধবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে কলেজের ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে ঢাকা কলেজ থেকে দুই শতাধিক শিক্ষার্থী স্লোগানমুখর মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে অবস্থান নেন।
শিক্ষার্থীরা বলেন, আমরা কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার চাই। একজন শিক্ষার্থী বেশি নম্বর পেয়েও নিয়োগ পাবে না, আর আরেকজন কম নম্বর পেয়েও কোটার ভিত্তিতে নিয়োগ পেয়ে যাবে; এটি হতে পারে না। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে মেধার ভিত্তিতে হোক, যাতে যোগ্যতম প্রার্থীরাই চাকরি পান। আদালতে কোটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের পক্ষে রায় না আসলে আন্দোলন চলমান থাকবে বলেও জানান এই শিক্ষার্থী।
এদিকে আজ সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে দুই আবেদনের শুনানি একসঙ্গে আজ বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অ্যাটর্নি জেনারেলের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১০ জুলাই) সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ সময় নির্ধারণ করেন।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.