রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উল্টো দিকের সড়কে একটি ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছেন। আহত তিনজন।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন রেজা রাব্বি (২৮) ও মোহাম্মদ রাসেল (৩০)। আহত তিনজন হলেন রাতুল (২৭), সাগর (২৮) ও বিপ্লব (৩০)।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, প্রাইভেট কারে করে মিরপুর ১০ নম্বর থেকে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন পাঁচ ব্যক্তি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উল্টো দিকের সড়কে আসার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে পাঁচজনই গুরুতর আহত হন।
তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত তিনজন এখন সেখানে চিকিৎসা নিচ্ছেন।
নিহত রাব্বির বাবা সেলিম রেজা বলেন, তাঁর ছেলে (রাব্বি) বন্ধু রাতুলের প্রাইভেট কারে ঘুরতে বের হয়েছিলেন। পরে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
রাব্বির গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। নিহত অপর ব্যক্তি রাসেল থাকতেন মিরপুরে।
ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।
অর্থসূচক/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.