কাশ্মীরে তীর্থযাত্রীরা বাসে করে শিব খোরি মন্দিরে যাচ্ছিলেন। সন্ত্রাসবাদীরা বাসে গুলি করে। এতে বাস খাদে পড়ে নয়জন মারা যান এবং ৩৩ জন আহত হন। পুলিশ, সেনা ও আধা সামরিক বাহিনী দ্রুত ঘটনাস্থলে যায়।
রিয়াসির জেলাশাসক বিশেষ মহাজন ও পুলিশ সুপার মোহিত শর্মা জানিয়েছেন, ‘বাসে গুলি লাগার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি খাদে পড়ে যায়। উদ্ধারের কাজ শেষ হয়েছে। যারা বাসে ছিলেন, তারা স্থানীয় মানুষ নন। তাদের পুরো পরিচয় এখনো জানা যায়নি। শিব খোরি মন্দিরের কোনো ক্ষতি হয়নি। সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি চলছে।’
রিয়াসি হলো রাজৌরি ও পুঞ্চের কাছে। এই এলাকায় এতদিন সন্ত্রাসবাদের রমরমা ছিল না। সেখানেই এই ঘটনা ঘটলো। সূত্র: ডিডাব্লিউ, পিটিআই, এনডিটিভি
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.