ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন রাশিয়ার সাথে যুদ্ধ বাধাতে চাইছেন বলে মন্তব্য করেছে ফ্রান্সের বিরোধীদলীয় নেত্রী মেরিন লে পেন। ফরাসি গণমাধ্যম ‘ফ্রান্স ইনফো’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার লে পেনের ওই সাক্ষাৎকার সম্প্রচারিত হয়। তিনি বলেন, ইউক্রেনে ন্যাটো দেশগুলোর সামরিক প্রশিক্ষক পাঠানো এবং রাশিয়ার ভেতরের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহারে কিয়েভকে অনুমতি দেয়ার ঘটনায় চলমান সংঘাত বিশ্ব যুদ্ধের ঝুঁকি তৈরি করেছে।
রাশিয়ার কতটা ভেতরে ইউক্রেনকে হামলা চালানোর জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়া হবে- তা নিয়ে যখন পশ্চিমা দেশগুলোতে কঠিন আলোচনা চলছে তখন লে পেন এসব বক্তব্য দিলেন।
ন্যাটো সামরিক জোটভুক্ত কয়েকটি দেশ রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর পক্ষে মত দিয়েছে। অন্যদিকে, ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ পশ্চিমা অস্ত্র ব্যবহারের ব্যাপারে যেসব বিধি নিষেধ রয়েছে তার কতকগুলো তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন।
ফরাসি প্রেসিডেন্ট গত মঙ্গলবার বলেছেন, রাশিয়ার ভেতরকার যে সমস্ত সামরিক স্থাপনা থেকে ইউক্রেনের ওপর হামলা চালানো হচ্ছে সেগুলো ধ্বংসের জন্য কিয়েভকে অনুমতি দেয়া উচিত। তার এই বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন লে পেন। তিনি বলেন, ফরাসি প্রেসিডেন্টের এই বক্তব্যের মধ্য দিয়ে ভয়াবহ বিপদের সম্ভাবনা তৈরি হয়েছে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.