ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে ইসরাইলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে বেশ কয়েকজন নারী, পুরুষ ও শিশু জীবন্ত পুড়ে মারা গেছেন।
বেসরকারি সংস্থা অ্যাকশন এইড ব্রিটিশ চ্যাপ্টার এই হত্যাকাণ্ডের কথা জানিয়েছে। গতকাল ইসরাইলের যুদ্ধবিমান থেকে রাফা শহরের উত্তর-পশ্চিমে কয়েকটি অস্থায়ী আশ্রয় লক্ষ্য করে আটটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।
অ্যাকশন এইড বলছে, অস্থায়ী এই তাবুগুলোকে নিরপরাধ বেসামরিক লোকজনের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করা হতো কিন্তু এখন সেগুলো ইসরাইলের বর্বর আগ্রাসনের শিকার হচ্ছে। এসব আশ্রয়স্থলে বেশ কয়েকজন নারী-পুরুষ ও শিশু জীবন্ত পুড়ে মারা গেছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও সংস্থাটি সতর্ক করেছে।
আল-মায়াদিন নেটওয়ার্ক রিপোর্টার জানিয়েছেন, ইসরাইলের সেনারা এমন একটি এলাকায় বেশ কয়েকটি ভারী এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যেখানে এক লাখেরও বেশি বেশি ফিলিস্তিনি শরণার্থী আশ্রয় নিয়েছে। এই হামলায় অন্তত ৫০ জন নিহত এবং আরো ডজন খানেক আহত হয়।
ইসরাইলের এই বর্বরতার প্রতিক্রিয়ায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস হামলাকে আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশের প্রতি জঘন্য অপমান বলে উল্লেখ করেছে।
রাফায় ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য সংগঠনটি তেল আবিবের ওপর চাপ সৃষ্টি করতে সব পক্ষকে বিশেষ করে মিশরের প্রতি আহ্বান জানিয়েছে। পার্সটুডে
Netanyahu è un criminale di guerra. L'ennesima atrocità a #RAFAH bombardata 60volte in 48ore, in ritorsione alla decisione della Corte internazionale di Giustizia.
L'ennesima conferma che urgono sanzioni e embargo di armi a Israele per fermare il genocidio.pic.twitter.com/qPSdE1ZOA4— Rula Jebreal (@rulajebreal) May 27, 2024
Israel commits a massacre in #Rafah this evening, dropping several 2,000 pound bombs on civilian tents and #UN compounds, murdering dozens of civilians seeking shelter. This was Israel’s response to the @CIJ_ICJ ruling Friday that it must halt its offensive on Rafah. pic.twitter.com/vS1ouUU8Oj
— Husam Zomlot (@hzomlot) May 26, 2024
Never before has such a massacre been committed in front of the eyes of the world: the israeli regime should be arrested, dismantled today #Rafah pic.twitter.com/Rzm7BUQsqP
— Sarah Wilkinson (@swilkinsonbc) May 27, 2024
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.