গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ানিম নেতানিয়াহু ও যুদ্ধমন্ত্রী ইওয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন জানিয়েছেন হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান।
তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, নেতানিয়াহু ও গ্যালান্ট যে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছেন তার যথেষ্ট প্রমাণ রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। করিম খানের পক্ষ থেকে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে মানবিক ত্রাণ সরবরাহে বাধা দেয়া, ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের পদ্ধতিগতভাবে নির্মূল করা এবং অনাহার সৃষ্টি করা। তিনি বলেন, এসব অপরাধ আজ পর্যন্ত অব্যাহত রয়েছে।
ইহুদিবাদী নেতাদের পাশাপাশি হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মাদ দেইফ ও পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন জানিয়েছেন করিম খান। হামাস নেতাদের বিরুদ্ধে ‘নির্মূল, হত্যা, জিম্মি করা, ধর্ষণ এবং আটক অবস্থায় যৌন নিপীড়ন’ এর অভিযোগ আনা হয়েছে।
আইসিসির বিচারকরা চিফ প্রসিকিউটরের আবেদন বিবেচনায় নিতে পারেন বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। অর্থাৎ শিগগিরই নেতানিয়াহু, গ্যালান্ট, সিনওয়ার, মোহাম্মদ দেইফ ও হানিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.