গাজা যুদ্ধে ইসরাইল হেরে যাচ্ছে: মোসাদের সাবেক উপ-প্রধান

চলমান গাজা যুদ্ধে ইসরাইল হেরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক গোয়েন্দা উপ-প্রধান রাম বেন-বারাক। ইসরাইলের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

মোসাদের সাবেক উপ-প্রধান বলেন, চলমান গাজা যুদ্ধ একদমই নিরর্থক। এর সুষ্পষ্ট লক্ষ্যে ঘাটতি রয়েছে। সেজন্য আমরা অর্থনৈতিক পতনের শিকার। আমাদের রাষ্ট্রও পতনের মুখে রয়েছে। আমাদের একই এলাকায় বারবার লড়াই করতে হয়। প্রতিবারই খোয়াতে হয় নতুন নতুন সৈন্য। এ ছাড়া আন্তর্জাতিক মহলেও আমরা বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুদ্ধের সফলতা সম্পর্কে হতাশা প্রকাশ করে রাম বেন-বারাক বলেন, আমাকে একটা জিনিস দেখান যেটাতে আমরা সফল হয়েছি।

এর আগে, ইজাক ব্রিক নামের ইসরা্ইলের সাবেক এক কমান্ডার বলেছিলেন, ইসরাইলি হোম ফ্রন্ট কোনো আঞ্চলিক যুদ্ধের জন্য প্রস্তুত নয়। কেননা এই যুদ্ধ গাজায় যুদ্ধের চেয়ে হাজার গুণ কঠিন এবং গুরুতর হবে।

এই সাবেক কমান্ডার বর্তমান ইসরাইলি চিফ অব স্টাফের সমালোচনা করে বলেন, হারজি হালেভি গর্তে পড়েছেন, তিনি অনেক আগেই পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়েছেন, নিজের পছন্দের কর্নেল এবং লেফটেন্যান্ট কর্নেল নিয়োগ দিয়ে চলেছেন। একে ইসরাইলি সেনাবাহিনী প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে গুরুতর কেলেঙ্কারি মন্তব্য করেন তিনি।

ব্রিক বলেন, আমরা ইতোমধ্যেই হামাসের সঙ্গে যুদ্ধে হেরে গেছি এবং বিশ্বে আমাদের মিত্রদেরও হারাতে বসেছি। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.