মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। বুধবার (১ মে) বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।
মঙ্গলবার (৩০ এপ্রিল) যৌথ সভা শেষে নয়াপল্টনর সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী জানান, বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এ জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে অনুমতি চাওয়া হয়েছে।
সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা ও শ্রমিক নেতারা উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।
বিএনপির এই নেতা বলেন, মহান মে দিবস উপলক্ষ্যে আগামীকাল বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শ্রমিক র্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে অনুমতি চাওয়া হয়েছে। তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করেই নয়াপল্টনে বিপুল জনসমাগমের আশাবাদ ব্যক্ত করেন রুহুল কবির রিজভী।
অর্থসূচক/এমএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.