গাজায় গুজব ছড়াচ্ছে ইসরাইল, সিনওয়ার যুদ্ধ পরিচালনা করছেন: হামাস

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের চলমান গণহত্যামূলক যুদ্ধের ফলে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ‘জনবিচ্ছিন্ন’ হয়ে পড়েছেন বলে তেল আবিব যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছেন সংগঠনের একজন সিনিয়র কর্মকর্তা।

তিনি বলেছেন, সিনওয়ার গাজার টানেলের মধ্যে যোগাযোগবিহীন অবস্থায় রয়েছেন বলে যে দাবি করা হচ্ছে তার কোনো ভিত্তি নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আল-আরাবি আল-জাদিদকে বলেন, ইয়াহিয়া সিনওয়ার গাজা উপত্যকায় সম্প্রতি দখলদার ইসরাইলি সেনাদের সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের একটি তুমুল সংঘর্ষের সময় সেখানে উপস্থিত ছিলেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। একজন নেতা হিসেবে তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন এবং প্রতিরোধ আন্দোলনের মনোবল তুঙ্গে রয়েছে।

হামাসের ওই সিনিয়র নেতা বলেন, ইয়াহিয়া সিনওয়ার সম্পর্কে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার অপরাধী সংস্থাগুলোর পক্ষ থেকে উত্থাপিত হয়। এ কাজে তাদের উদ্দেশ্য গাজায় তাদের ঘোষিত কোনো লক্ষ্য অর্জনের ব্যর্থতাকে ধামাচাপা দেয়া।

হামাসের ওই কর্মকর্তা ইসরাইলি গণমাধ্যমগুলোর এ দাবিও প্রত্যাখ্যান করেন যে, ইহুদিবাদী সেনাদের আগ্রাসনে উত্তর ও মধ্য গাজায় হামাস যোদ্ধারা পরাজিত হয়েছে। তিনি বলেন, দখলদার সেনারা উত্তর ও মধ্য গাজায় আবার তাদের সামরিক অভিযান শুরু করেছে। যদি তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী, এসব এলাকায় হামাসের পরাজয় ঘটে থাকত তাহলে তারা আবার অভিযান শুরু করত না। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.