প্রধান কার্যালয় স্থাপনে জমি কিনবে এমটিবি

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) প্রধান কার্যালয়ের জন্য নিজস্ব ভবন নির্মাণের লক্ষ্যে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর বেরাইদে এ জমি কেনা হবে।

বুধবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় জমি কেনার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ব্যাংকটি বেরাইদে ৩ বিঘা (৬০ কাঠা) জমি কিনবে। প্রতি কাঠা জমির দাম পড়বে ১ কোটি ৮০ লাখ টাকা। সব মিলিয়ে মোট জমির দাম দাঁড়াবে ১০৮ কোটি টাকা। মূল্য সংযোজন কর (ভ্যাট), ট্যাক্স, ও রেজিস্ট্রেশন ফি’র খরচ এর বাইরে।

সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.