ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর সিনিয়র সদস্য ও দৈনিক শেয়ার বিজ পত্রিকার সম্পাদক মীর মনিরুজ্জামানের মা সৈয়দা খাদিজা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
গতকাল শনিবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল ন্যাশনাল গাস্ট্রো লিভার ইনস্টিটিউট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ৫ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য আত্নীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামী মীর আব্দুল মান্নান ২০১৫ সালে মৃত্যুবরণ করেন।
সৈয়দা খাদিজা বেগম দীর্ঘদিন ধরে হেপাটাইটিস বি ও সি ভাইরাস জনিত রোগে ভুগছিলেন।
আজ রোববার (২১ এপ্রিল) বাদ যোহর জানাজার নামাজ শেষে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বনমালীদিয়া গ্রামে মরহুমার দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।
মীর মনিরুজ্জামান এর মায়ের মৃত্যুতে ইআরএফ’র পক্ষ থেকে সংগঠনের সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম গভীর শোক প্রকাশ করেছেন।
ইআরএফ নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সহমর্মিতা জানান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.