হারের পর ১২ লাখ রুপি জরিমানা আইয়ারের

আইপিএলের এবারের আসরে দারুণ শুরু পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারা ৬ ম্যাচে খেলে ৪টিতে জয় তুলে নিয়েছে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২২৩ রান করেও জিততে পারেননি শ্রেয়াস আইয়ারের দল। এই ম্যাচের পর আরেকটি দুঃসংবাদ পেয়েছে তারা।

স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়তে হয়েছে দলটির অধিনায়ক আইয়ারকে। নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার পূরণ করতে পারেনি কলকাতা। এ কারণেই অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কতৃপক্ষ।

আইপিএলের বাকি ম্যাচগুলোতে যদি ওভার রেটে পিছিয়ে যায় কলকাতা তাহলে আইয়ারকে আবারও আরও বড় অঙ্কের জরিমানা গুনতে হবে। আইপিএলের নিয়ম অনুযায়ী এক আসরে প্রথমবার স্লো ওভার রেটের শাস্তি ১২ লাখ রুপি।

দ্বিতীয়বার একই অপরাধ করলে অধিনায়কসহ সকল ক্রিকেটারকেই জরিমানা করা হয়। সেক্ষেত্রে অধিনায়ক ২৪ লাখ রুপি ও বাকি ক্রিকেটাররা ৬ লাখ রুপি বা ম্যাচ ফির ২৫ শতাংশ করে জরিমানা করার নিয়ম রয়েছে। পার পাবেন না ম্যাচে খেলা ইম্প্যাক্ট ক্রিকেটাররাও। যে অর্থের পরিমাণ কম দাঁড়াবে সেই অঙ্কের জরিমানা গুনতে হবে সাধারণ ক্রিকেটারদের। এর আগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্ত দুই দফায় স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনেছেন। আর একবার স্লো ওভার রেটের শাস্তি পেয়েছেন সাঞ্জু স্যামসনও।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.