সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে

ঈদ পূর্ববর্তী শেষ কার্যদিবস মঙ্গলবার (০৯ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান-পতনে চলছে লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

এদিন লেনদেন শুরুর দুই ঘন্টায় বেলা ১১ টা ৩০ মিনিটে পর্যন্ত ডিএসইতে ২০০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শুরুর দেড় ঘন্টায় ২ দশমিক ৬২ পয়েন্ট উত্থানের পর ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ হাজার ৮৬২ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৯৩ পয়েন্ট পতনের পর অবস্থান করছে ১ হাজার ২৮০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ দশমিক ২৮ পয়েন্ট পতনে দাঁড়িয়েছে ২ হাজার ২৯ পয়েন্টে।

আলোচিত সময়ে ডিএসইতে ৩৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মাঝে দর বেড়েছে ১৭৩ টির, কমেছে ১৩২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২ টির।

 

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.