ইউক্রেনকে জঙ্গিবিমান দিলে সেই দেশ লক্ষ্যবস্তুতে পরিণত হবে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ন্যাটো জোটভুক্ত কোনও দেশ যদি ইউক্রেনকে এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করে কিংবা এ সমস্ত দেশ থেকে ইউক্রেনের হয়ে যদি রাশিয়ার বিরুদ্ধে হামলা চালানোর জন্য যুদ্ধবিমান ওড়ে তবে সে সেসব দেশ রাশিয়ার জন্য বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশ থেকে যেসমস্ত বিমান হামলা চালাতে আসবে তাদেরকে নিতান্তই অন্য সব সামরিক লক্ষ্যবস্তুর মতো ধ্বংস করা হবে।

গত এক বছরের কাছাকাছি সময় ধরে ন্যাটোভুক্ত কয়েকটি দেশ ইউক্রেনকে এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করবে বলে ঘোষণা দিয়েছে এবং তারা ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে। তবে এ পর্যন্ত কোনো দেশ ইউক্রেনের কাছে এখনো এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করেনি। রাশিয়া বারবার এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পরমাণু বোমা বহনে সক্ষম এই জঙ্গিবিমান দেয়া হলে তা ‘অগ্রহণযোগ্য যুদ্ধ-বিস্তৃতি’ বলে গণ্য করা হবে।

প্রেসিডেন্ট পুতিন বলে“পশ্চিমারা যদি ইউক্রেনকে এফ-১৬ জঙ্গিবিমান দেয় তাহলে তাতে যুদ্ধক্ষেত্রে বাস্তব পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না বরং আমরা এসব বিমানকে পশ্চিমা ট্যাংক, আরমার্ড ভেহিকেলসহ অন্য সামরিক যানের মতোই ধ্বংস করব।”পুতিন জোর দিয়ে বলেন, ইউক্রেনকে যেসব দেশ এফ-১৬ জঙ্গিবিমান দেবে তারা রাশিয়ার স্বাভাবিক ও বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে তা সে দেশ যেখানেই অবস্থিত হোক না কেন। পার্সটুডে

 

অর্থসূচক/এএইচআর

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.