দরবৃদ্ধির শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২২১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ মার্চ) আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৭৮ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আফতাব অটোর শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৮ দশমিক ০৩ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে একমি পেস্টিসাইড লিমিটেড।

বৃহস্পতিবার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- নিটল ইন্স্যুরেন্স, বিচ হ্যাচারি, নাভানা ফার্মা, জিকিউ বলপেন, ইস্টার্ন হাউজিং, লাভেলো আইসক্রিম এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.