এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার দ্য হান্ড্রেডের ড্রাফটে নাম জমা দিয়েছিলেন। সাকিব-তামিম ইকবালসহ নাম জমা দিয়েছিলেন ১৬ ক্রিকেটার। নারী ক্রিকেটার হিসেবে ছিলেন জাহানারা আলমও। তবে ড্রাফট থেকে তাদের কেউই দল পাননি।
তারকা আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানও দল পাননি। তবে দল পেয়েছেন তাদেরই সতীর্থ নাসিম শাহ, এই পাকিস্তানি পেসার খেলবেন বার্মিংহ্যাম ফিনিক্সের হয়ে। দল না পাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন জেসন রয়, মার্ক উড, ডেভিড ওয়ার্নার ও টিম ডেভিডদের মতো ক্রিকেটারও।
নারী ক্রিকেটারদের মধ্যে দল পাননি দীপ্তি শর্মা, সুজি বেটস ও ডেন্ড্রা ডটিনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। এদিকে ওয়েলস ফায়ার ফলে ভিড়িয়েছে তারকা পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদিকে। তাকে নিতে এক লাখ পাউন্ড খরচ করেছে দলটি।
এ ছাড়া স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ দল পেয়েছেন দ্য হান্ড্রেডে। লঙ্কান ক্রিকেটারদের মধ্যে দল পেয়েছেন তারকা নারী ক্রিকেটার চামারি আতাপাত্তু। এর বাইরে এমি জোনস, মেগ ল্যানিংও আইপিএলে নিজেদের দল খুঁজে পেয়েছেন।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.