আইসল্যান্ড এয়ারের সঙ্গে সহযোগিতা জোরদার করছে এমিরেটস

একে অপরের নেটওয়ার্ক সুবিধা কাজে লাগাবার লক্ষ্যে এমিরেটস এবং আইসল্যান্ড এয়ার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বর্তমানে উভয় এয়ারলাইনের মধ্যে যে ইন্টারলাইন পার্টনারশীপ রয়েছে, সেটিকে কোডশেয়ার চুক্তিতে উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে।

কোডশেয়ার চুক্তিটি কার্যকর হলে, উভয় এয়ারলাইনের গ্রাহকরা একক টিকিটে এবং প্রতিযোগিতামূলক ভাড়ায় ভ্রমণের পাশাপাশি বিভিন্ন গন্তব্যে ওয়ানস্টপ চেক-ইন সুবিধা পাবেন।

বানিজ্যিক সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে ভ্রমণ প্রযুক্তি ও টিকিটিং স্পেশালিস্ট হিসেবে খ্যাত জিও৭ (GO7) এর সঙ্গে অপর একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর করেছে এমিরেটস।

এই চুক্তির ফলে এমিরেটস ডিরেক্ট ও ইন্ডিরেক্ট চ্যানেলের মাধ্যমে প্রচলিত বুকিং ইকোসিস্টেমের বাইরে গিয়ে বিশ্বের বিভিন্ন গন্তব্যে কম্বাইনড ইন্টারলাইন ও রেলটিকিট অফার করতে সক্ষম হবে। উল্লেখ্য, বর্তমানে প্রায় ২০০টি এয়ারলাইন জিও৭ এর সেবা গ্রহণ করছে।

এমিরেটস বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই আইসল্যান্ডসহ বিশ্বের ১৪০টির অধিক গন্তব্যে ভ্রমণ সুবিধা পাচ্ছেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.