এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২৪

সম্ভবনাময় বাংলাদেশের প্রতিটি এলাকায় ছড়িয়ে আছে এমন অনেক সৎ ও পরোপকারী মানুষ যারা নানারকম সামাজিক, প্রাকৃতিক বিপর্যয় দ্বারা ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে এসে দাঁড়াতে সর্বদা অগ্রগামী। কিন্ত পর্যাপ্ত পরিমান অর্থায়নের অভাবে অনেক ক্ষেত্রেই সেই স্বপ্নগুলোর বাস্তব রুপান্তর আর হয়ে উঠে না। ঠিক এমনই দূরদর্শী, স্বপ্নবিলাসী মানুষের স্বপ্নপূরণের লক্ষ্যে, এলজি প্রতি বছরের মতে এবারো নিয়ে এলো “এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২৪”।

এলজির এই সামাজিক উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণ করতে চাইলে আজই লিখে পাঠান আপনার পরিকল্পনার কথা। সেরা প্রকল্প বাস্তবায়নে এলজি আর্থিক সহযোগিতা প্রদান করবে।

শর্তাবলি:

– প্রকল্পটি প্রতিনিধির নিজ উদ্যোগে বা দায়িত্বে সম্পাদন করতে হবে। এক্ষেত্রে এলজি শুধুমাত্র আর্থিক সহায়তা দান করবে, পণ্য বা সেবা নয়।

– কোনও সংস্থা বা এনজিও প্রকল্প জমা দিতে পারবে না।

– উল্লেখিত সময়ের (৩০/০৪/২০২৪) মধ্যে প্রকল্পটি জমা দিতে হবে।

– এক্ষেত্রে কোনো প্রকার সুপারিশ গ্রহণ করা হবে না।

– কোন প্রকার ভুল তথ্য দিলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। অতএব সততা অবলম্বন করবেন।

– এলজি কিংবা এলজি এর মার্কেটিং এজেন্সির সাথে জড়িত কেও এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেনা।

– প্রকল্প চলাকালীন সময়ে এলজি ঘোষণা ছাড়া শর্তাবলির যেকোন পরিবর্তন করতে পারবে।

– এই ফর্মটি পূরণ করে, আপনি সমস্ত শর্তাবলির সাথে সম্মত হচ্ছেন।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.