মার্কিন জাহাজ ও ডেস্ট্রয়ারে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

লোহিত সাগর এবং এডেন উপসাগরে নৌ বাহিনীর ক্ষেপণাস্ত্র এবং কয়েকটি ড্রোন দিয়ে আমেরিকার জাহাজ ও কয়েকটি ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর আগ্রাসন ও যুদ্ধাপরাধের প্রতি আমেরিকার সমর্থনের প্রতিবাদ জানিয়ে ইয়েমেন মার্কিন লক্ষ্যবস্তুতে এ ধরনের হামলা চালিয়ে আসছে।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ভিডিও বিবৃতিতে বলেছেন, ইয়েমেনের সামরিক বাহিনী আমেরিকার বিরুদ্ধে দুটো চমৎকার অভিযান চালিয়েছে। এর মধ্যে রয়েছে একটি জাহাজ এবং কয়েকটি মার্কিন ডেস্ট্রয়ার। এই হামলায় ইয়েমেনের সামরিক বাহিনী বেশ কয়েকটি নৌ বাহিনীর ক্ষেপণাস্ত্র এবং ৩৭টি ড্রোন ব্যবহার করে।

জেনারেল সারি বলেন, প্রথম হামলায় ইয়েমেনের সেনারা আমেরিকার ‘প্রোপেল ফরচুনা’ নামক জাহাজটিকে শিকারে পরিণত করে। লোহিত সাগরে এবং এডেন উপসাগরে কয়েকটি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ৩৭টি ড্রোন ব্যবহার করা হয়েছে। ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র দাবি করেন- দুটি অভিযানই সফল হয়েছে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.