রমজান মাসে যাত্রীদের জন্য এমিরেটসের বিশেষ আয়োজন

পবিত্র রমজান মাসে রোজা পালনকারী যাত্রীদের ফ্লাইটে এবং বোর্ডিং গেইটে বিশেষ খাবার বক্স সরবরাহ করবে এমিরেটস। এমিরেটস লাউঞ্জগুলোতে থাকবে ঐতিহ্যবাহী রমজান ডিশ। এয়ারলাইনটির ইনফ্লাইট বিনোদন প্রোগ্রাম রপব এ অন্তর্ভূক্ত করা হয়েছে বিভিন্ন ধর্মভিত্তিক কন্টেন্ট ও জনপ্রিয় টিভি-শো।

১১ মার্চ ২০২৪ থেকে নির্দিষ্ট কিছু গন্তব্যে ভ্রমণকারী সকল শ্রেণীর যাত্রীরা ইফতারের জন্য পুষ্টিকর ও সুষম খাবারের বক্স পাবেন। ফ্লাইটে নিয়মিতভাবে যেসকল হট ডিশ দেয়া হয়ে থাকে, এই বক্সগুলো তার অতিরিক্ত।

নির্দিষ্ট কিছু এমিরেটস বোর্ডিং গেইটে ইফতারের সময় রোজা পালনকারী যাত্রীদের বিশেষ ইফতার বক্স দেয়া হবে, যার মধ্যে থাকবে লাবান, খেজুর, কলা, পানি ইত্যাদি।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সকল এমিরেটস লাউঞ্জে নিয়মিতভাবে পরিবেশিত হট ও কোল্ড মীলের সঙ্গে ঐতিহ্যবাহী আরব খেজুর ও কফি থাকবে যাত্রীদের জন্য। উল্লেখ্য, এমিরেটস লাউঞ্জগুলোতে ওজু করা এবং নামাজ আদায়ের জন্য আলাদা স্থান নির্ধারিত রয়েছে।

ফ্লাইটের অবস্থানের ওপর ভিত্তি করে সেহরি ও ইফতারের সম্পূর্ণ সঠিক সময় নির্ধারনের জন্য এমিরেটস বিশেষ পদ্ধতি ও ট্যুলস ব্যবহার করে থাকে। সেই অনুযায়ী ক্যাপ্টেন সেহরি ও ইফতারের সময় ঘোষণা করেন।

ধর্মপ্রান মুসলিম যাত্রীদের জন্য এমিরেটস তাদের ইনফ্লাইট বিনোদন প্রোগ্রামে বিশেষ ধর্মীয় কন্টেন্ট অন্তর্ভূক্ত করেছে।

রমজান পালনকারী যাত্রীদের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে এমিরেটস তাদের কেবিন ক্রু ও গ্রাউন্ড স্টাফদের জন্য প্রতি বছর বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে থাকে।

এমিরেটস বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের প্রায় ১৪০টি গন্তব্যে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন। একমাত্র এয়ারলাইন হিসেবে এমিরেটস বাংলাদেশে ‘প্রথম শ্রেণী’ সেবা অফার করে।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.