ইসরাইলের সামরিক ব্যারাক ও তেল শোধনাগারে হামলা

ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক জনগণের উপর যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে দখলদার ইসরাইলের কয়েকটি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা।

ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এক বিবৃতিতে বলেছে, তারা ইসরাইলের রোস পিনা বিমানবন্দরের একটি সামরিক ব্যারাকে ড্রোন হামলা চালিয়েছে। অধিকৃত ভূখণ্ডের উত্তরাঞ্চলে ওই বিমানবন্দরটি অবস্থিত। এ ছাড়া, অধিকৃত গোলান মালভূমির একটি তথ্যকেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে তারা।

এদিকে, ইসরাইলের হাইফা শহরের কয়েকটি তেল শোধনাগারে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পপুলার মোবিলাইজেশন ইউনিট। ইরাকি যোদ্ধারা জানিয়েছে, ইসরাইলি শত্রুদের শক্ত ঘাঁটিগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে না যাওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.