গাজা নিয়ে মার্কিন কর্মকর্তাদের দুঃখ প্রকাশ কেবল ‘কুমিরের কান্না’: ইরান

গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ করার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উত্থাপিত প্রস্তাবে আমেরিকার তিনবারের ভেটো ক্ষমতা প্রয়োগের কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেন, এ অবস্থায় গাজা সংকট নিরসনের জন্য আমেরিকার ওপর নির্ভর করা কল্পনাবিলাস ও কূটনৈতিক হাস্যরস ছাড়া আর কিছু নয়। কোনো কোনো মার্কিন কর্মকর্তা গাজার মানবিক বিপর্যয় নিয়ে যে দুঃখ প্রকাশ করেছেন তা ‘কুমিরের কান্না’ ছাড়া আর কিছু নয় এবং এ ধরনের দুঃখ প্রকাশে বাস্তবতা পরিবর্তিত হয়ে যাবে না। ইসরাইল ‘ইচ্ছাকৃতভাবে’ ফিলিস্তিনিকে ধ্বংস করার নীতি বাস্তবায়ন করে যাচ্ছে।

সৌদি আরবের জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ইসরাইলি ভয়াবহ গণহত্যা অভিযানের শিকার গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য ইরানসহ আরো কয়েকটি মুসলিম দেশের অনুরোধে একদিনব্যাপী জেদ্দা বৈঠক অনুষ্ঠিত হয়। গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞ বন্ধ করার কার্যকর উপায় খুঁজে বের করার জন্য ইরানের পক্ষ থেকে এ অনুরোধ জানানো হয়েছিল।

বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দখলদার ইসরাইল গত পাঁচ মাসে অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘অভূতপূর্ব’ অপরাধযজ্ঞ চালিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যখন সমসাময়িক ইতিহাসের সবচেয়ে পুরনো ও সবচেয়ে তিক্ত মানবিক বিপর্যয় রোধ করতে ব্যর্থ হয়েছে তখন ফিলিস্তিনি জনগণকে এই দুর্দশা থেকে মুক্তি দেয়ার কার্যকর উপায় মুসলিম দেশগুলোকেই খুঁজে বের করতে হবে।

গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি ‘অভূতপূর্ব’ অবস্থায় পৌঁছেছে জানিয়ে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, মার্কিন সরকার ইসরাইলের প্রতি অকুণ্ঠ সমর্থন জানানোর মাধ্যমে গাজার রাফাহ শহরে আগ্রাসন চালাতে তেল আবিবকে সবুজ সংকেত দিয়ে রেখেছে; অথচ গাজার অন্যান্য স্থানের আগ্রাসন থেকে বাঁচতে এই মুহূর্তে রাফাহতে অবস্থান করছে উপত্যকার বেশিরভাগ মানুষ।

গাজায় ইসরাইলের ভয়াবহ গণহত্যা সত্ত্বেও তেল আবিবের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা মুসলিম দেশগুলোর কড়া সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব মুসলিম দেশ ইসরাইলের সঙ্গে লেনদেন বজায় রেখে মূলত গাজায় গণহত্যা চালাতে ইসরাইলকে আর্থিক সহযোগিতা করে যাচ্ছে। তিনি এ সহযোগিতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.