লায়ন অবসর নিলে নেতৃত্বই ছেড়ে দেবেন কামিন্স

লম্বা সময় ধরে অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণের নেতৃত্বে আছেন নাথান লায়ন। তাকে ছাড়া অস্ট্রেলিয়ার টেস্ট একাদশ কল্পনা করাই এখন দুঃসাধ্য। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭২ রানের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচের চতুর্থ দিন এক সেশনে নিউজিল্যান্ডের ৭ উইকেট তুলে নেয়ার পেছনে বড় অবদান ছিল লায়নেরই। বেসিন রিজার্ভে দ্বিতীয় ইনিংসে তিনি নিয়েছেন ৬ উইকেট। পুরো ম্যাচে ১০ উইকেট নিয়ে ম্যাচ জয়ের নায়ক তিনিই। অস্ট্রেলিয়া দলে লায়ন কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝা যাবে অধিনায়ক প্যাট কামিন্সের কথাতেই।

তিনি জানিয়েছেন লায়ন অবসর নিলে নিতে নেতৃত্বই ছেড়ে দেবেন। এ প্রসঙ্গে কামিন্স বলেন, ‘একমাত্র বাধা হচ্ছে তার শরীর। যদি সে শরীরের খেয়াল রাখে, আর বছরে ১০টা বা যে কটিই হোক টেস্ট খেলার মতো ফিট থাকে, তাহলে ২০২৭ পর্যন্ত তাকে খেলতে দেখতে পারলে ভালো লাগবে আমার। আর আমার মনেও হয় না, খুব বেশি কিছু বাধা হয়ে দাঁড়াবে এ ক্ষেত্রে।’

সেই সঙ্গে সতীর্থের প্রতি ভালোবাসা নিদর্শন রেখে অজি অধিনায়ক বলেন, ‘আমি তাকে এরই মধ্যে বলে দিয়েছি, সে যেদিনই অবসর নেবে আমিও নিশ্চিতভাবেই অধিনায়কত্ব ছেড়ে দেব। কারণ, এটা আমার জীবন অনেক সহজ করে দিয়েছে।’

লায়নের ক্রিকেট জ্ঞান নিয়েও প্রশংসা করেছেন কামিন্স। তিনি জানিয়েছেন , ‘স্টার্কি (মিচেল স্টার্ক) ও জশ (হ্যাজলউড) একটি করে ওভার করার পরই সে (লায়ন) এসে আমাকে জিজ্ঞাসা করেছে, কখন বোলিংয়ে আসবে। দারুণ ব্যাপার। নিজেকে ভাগ্যবান মনে হয়, আমাদের দলের প্রতিটি বোলারই এ মুহূর্তে এমন। সবাই ম্যাচজয়ী হতে চায়। কিন্তু যখন উইকেটে স্পিনের সঙ্গে বাউন্সও আছে, তখন গ্যাজের (লায়ন) হাত থেকে বলটা নেওয়ার চেষ্টা করেই দেখুন না!’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.