দুবাই কর্তৃক শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বাংলাদেশ কনসুলেট জেনারেল, দুবাই, সংযুক্ত আরব আমিরাত বুধবার (২১ ফেব্রুয়ারি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করেছে।

প্রথম পর্বে মহান ভাষা শহীদদের স্মরণে কনস্যুলেট প্রাঙ্গণে কনসাল জেনারেল মহোদয়ের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় কনস্যুলেট লেডিস গ্রুপ, বাংলাদেশ এসোসিয়েশন, বাংলাদেশ উইমেন এসোসিয়েশন, দুবাইস্থ বাংলাদেশ জনতা ব্যাংক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বঙ্গবন্ধু পরিষদসহ ৫০ টির অধিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।

সকাল ৮ টায় কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিত করেন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।

বিকেল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।

কাউন্সেলর ও দূতালয় প্রধান আশফাক সেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ, প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং দিবসটির তাৎপর্য বিষয়ে দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত বিভিন্ন প্রবাসীগণের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

পরিশেষে মহান ভাষাশহীদদের আত্মার মাগফেরাত কামনা করবে এবং শহীদ দিবসের সাথে জড়িত সকলের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদ মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির উত্তরোত্তর উন্নতি ও ভবিষ্যৎ সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.