দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে ইসরাইল বেসামরিক নাগরিকদের যে রক্ত ঝরিয়েছে তার মূল্য তেল আবিবকে রক্তের মাধ্যমে পরিশোধ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।
শুক্রবার রাতে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। দক্ষিণ লেবাননের নাবাতিয়ে শহরের একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলার দু’দিন পর এ ভাষণ দিলেন হিজবুল্লাহ প্রধান। ওই বিমান হামলায় এক শিশুসহ একটি পরিবারের সাত সদস্য নিহত হন। এছাড়া ইসরাইলের আরেক হামলায় লেবাননের এক নারী তার দুই শিশু সন্তানসহ নিহত হয়েছেন।
সাইয়্যেদ নাসরুল্লাহ এই হামলাকে ‘পরিকল্পিত গণহত্যা’ উল্লেখ করে বলেন, বেসামরিক নাগরিকদের হত্যা করার দিক দিয়ে ইসরাইল সীমা ছাড়িয়ে গেছে। নারী ও শিশুদেরকে হত্যার মূল্য ইহুদিবাদী শত্রুকে রক্তের মাধ্যমে পরিশোধ করতে হবে। রক্তের মূল্য হবে রক্ত, কোনো সামরিক স্থাপনায় হামলা চালিয়ে এ মূল্য আদায় হবে না। আমি আমার যোদ্ধাদের সেভাবেই নির্দেশ দিয়ে রেখেছি। এ ধরনের হত্যাকাণ্ড চালিয়ে গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের সমর্থন জানানো থেকে হিজবুল্লাহকে বিরত রাখা যাবে না।
লেবাননের হিজবুল্লাহ নেতা বলেন, ইহুদিবাদী শত্রু আমাদের নেতা, কমান্ডার ও যোদ্ধাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের হত্যা করে আমাদেরকে গাজার প্রতি সংহতি প্রদর্শন থেকে বিরত রাখতে চায়। কিন্তু তার জানা উচিত আমরা এমন একটি যুদ্ধের সম্মুখসারিতে রয়েছি যা ১০০ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে চলছে। গাজার যোদ্ধাদের সমর্থন জানানো থেকে আমাদেরকে বিরত রাখা যাবে না।
সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, ইসরাইলি যুদ্ধমন্ত্রী বৈরুতে হামলা চালানোর হুমকি দিয়েছে। কিন্তু তার জেনে রাখা উচিত হিজবুল্লাহর হাতে এমন সব ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো ইসরাইলের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত যেকোনো স্থানে নিখুঁতভাবে আঘাত হানতে পারে।
গত ৭ অক্টোবর ইসরাইল গাজায় ভয়াবহ গণহত্যা শুরু করার পর দক্ষিণ লেবানন থেকে ইসরাইলের উত্তরাঞ্চলীয় সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। দখলদার ইসরাইল সরকারকে গত সাড়ে চার মাস ধরে গাজার পাশাপাশি লেবানন সীমান্তেও যুদ্ধ করে যেতে হচ্ছে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.