দুই ঘণ্টায় লেনদেন ৯৪৯ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ২ ঘন্টায় বৃদ্ধি পেয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

এদিন বেলা ১২ টা ৬ মিনিট পর্যন্ত ডিএসইতে ৮৫৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১ হাজার ৩৮৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৩ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩১টির, কমেছে ১১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ১৪৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২২৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯ টির, দর কমেছে ৭৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৬ কোটি ১২ লাখ ৪৫ হাজার টাকা।

 

 

 

 

 

অর্থসূচক/এমআর/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.