দরপতনের শীর্ষে জুট স্পিনার্স

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৪ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ৪৪ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে জুট স্পিনার্স লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, জুট স্পিনার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৬ টাকা ৬ পয়সা বা ৫ দশমিক ৮৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আরামিট সিমেন্টের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ দশমিক ৭৩ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৪ দশমিক ৩১ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আফতাব অটোমোবাইলস লিমিটেড।

রবিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, রতনপুর স্টিল রি-রোলিং, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ইমাম বাটন, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, লিবরা ইনফিউশনস লিমিটেড।

 

 

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.