দরবৃদ্ধির শীর্ষে কাট্টালি টেক্সটাইল

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৪ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ৩২১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে কাট্টালি টেক্সটাইল লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কাট্টালি টেক্সটাইলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ ফাইন্যান্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৯ দশমিক ৯৫ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আমান কটন ফাইবার্স লিমিটেড।

রোববার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- পিপলস ইন্স্যুরেন্স, তিতাস গ্যাস, কর্ণফুলী ইন্স্যুরেন্স, সিকদার ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মা এবং ফরচুন সুজ লিমিটেড।

 

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.