হামলা চালিয়ে যাব, বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে: হুথি

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে ইহুদিবাদীদের সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা অব্যাহত থাকবে। এর জন্য আমাদেরকে কতখানি ত্যাগ স্বীকার করতে হয় সেটি মোটেও গুরুত্বপূর্ণ নয়। হামলার জবাবে আমরা হামলা চালিয়ে যাব এবং বিজয় আসবে একমাত্র আল্লাহর পক্ষ থেকে।

শনিবার রাতে ইয়েমেনের ১৩টি স্থানের ৩৬ স্থাপনায় ইঙ্গো-মার্কিন বাহিনী হামলা চালানোর পর এ হুঁশিয়ারি উচ্চারণ করা হলো। খবর- পার্সটুডে

হুথি আন্দোলনের পলিটিক্যাল ব্যুরোর সদস্য মোহাম্মাদ আল-বুখাইতি আজ ভোরে এক এক্স পোস্টে লিখেছেন, ইঙ্গো-মার্কিন আগ্রাসন সত্ত্বেও ইসরাইলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান চলবে। এর জন্য আমাদেরকে কতখানি ত্যাগ স্বীকার করতে হয় সেটি মোটেও গুরুত্বপূর্ণ নয়। হামলার জবাবে আমরা হামলা চালিয়ে যাব এবং বিজয় আসবে একমাত্র আল্লাহর পক্ষ থেকে।

এদিকে হুথি আনসারুল্লাহ আন্দোলনের গণমাধ্যম বিভাগের ভাইস প্রেসিডেন্ট নাসরুদ্দিন আমের আগ্রাসী বাহিনীকে উদ্দেশ করে বলেছেন, হামলা চালিয়ে জবাব ছাড়া ফিরে যাওয়ার দিন তোমাদের জন্য চিরকালের মতো শেষ হয়ে গেছে। এখন তোমরা হামলা করলে আমরাও হামলা করব।

তিনি গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধ চলছে। হয় গাজায় আগ্রাসন বন্ধ হবে নতুবা সময়ের শেষ সীমা পর্যন্ত যুদ্ধ চলবে। হয় আমরা ও গাজাবাসী ফিলিস্তিনিরা শান্তিতে থাকব; আর তা না হলে এ অঞ্চলে তোমরাও শান্তি ও নিরাপত্তা পাবে না। হামলার জবাবে হামলা চলবে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.