যাওয়ার আগে ‘মোটিভেশনাল মেসেজ’ দিয়ে গেছেন মাশরাফি

বিপিএলের এবারের আসরে খেলবেন না এমন গুঞ্জনের মাঝে মাশরাফি বিন মুর্তজার কাঁধে নেতৃত্বভার তুলে দেয় সিলেট স্ট্রাইকার্স। গত মৌসুমে চমক দেখালেও এবার ছন্দ খুঁজে পাচ্ছে না তারা। নিজেদের খেলা প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই হেরেছে গতবারের রানার্সা আপরা। টানা হারে যখন বাদ পড়ার শঙ্কা সিলেট তখন বিপিএল ছেড়েছেন মাশরাফি। কদিন আগে বাংলাদেশ সংসদের হুইপের দায়িত্ব পেয়েছেন সিলেটের অধিনায়ক। সংসদ অধিবেশন শুরু হয়ে যাওয়ায় রাজনৈতিক দায়িত্ব পালনে বিপিএল থেকে বিরতি নিয়েছেন মাশরাফি। তাতে করে বড় ধাক্কা খেয়েছে সিলেট।

রেজাউর রহমান রাজার কাছে জানতে চাওয়া হয়েছিল যাওয়ার আগে মাশরাফি কোনো বার্তা দিয়েছেন কিনা। এমন প্রশ্নের জবাবে রাজা বলেন, ‘অবশ্যই মাশরাফি ভাই যেহেতু আমাদের অধিনায়ক ছিলেন, যাওয়ার আগে আমাদের মোটিভেশনাল মেসেজ দিয়ে গেছেন। এমন ক্রিকেটে হতেই পারে। আর যেহেতু সাত ম্যাচ বাকি, আমাদের ম্যাচ বাই ম্যাচ ফোকাস করাটা আসলে জরুরি।’

নাজমুল হোসেন শান্ত থাকার পরও মাশরাফির ডেপুটি হিসেবে দায়িত্ব দেয়া হয় মোহাম্মদ মিঠুনকে। বাজে ফর্মের কারণে গত ম্যাচে বাদ পড়লেও মাশরাফি চলে যাওয়ায় সিলেটের অধিনায়কের দায়িত্ব পড়েছে তার কাঁধে। তাতে করে সিলেটের শেষ সাত ম্যাচে অধিনায়ক হিসেবে থাকবেন মিঠুন।

নতুন দায়িত্ব পেয়ে মিঠুন কিছু বলে কিনা এমনটা জানতে চাওয়া হলে রাজা বলেন, ‘এখনও পর্যন্ত উনার সঙ্গে আমাদের বসা হয় নাই। মাশরাফি ভাই গতকাল মনে হয় গেছেন। তো মিথুন ভাইয়ের সঙ্গে মিলে সবাই আজকে অনুশীলন করেছে। টিম মিটিংয়ে হয়তোবা আমাদের কথাবার্তা হবে।’

গত মৌসুমে ফাইনাল খেললেও এবার এখনও জয়ের মুখ দেখেনি সিলেট। নিজেদের ঘরের মাঠে আরও দুটি ম্যাচ খেলবে তারা। যেখানে ২ ফেব্রুয়ারি দুর্দান্ত ঢাকা এবং পরদিন সিলেট খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। যেখানে হারলেই সবার আগে বিপিএল থেকে বাদ পড়তে পারে সিলেট। যদিও ডানহাতি এই পেসার বলেন, ‘আমাদের যে পাঁচটা ম্যাচ গেছে, আমরা জয়ের জন্যই মাঠে নামছি। দুর্ভাগ্যবশত হয় নাই। আমাদের অবশ্যই আশা থাকবে, আগামীকাল আমরা জয়ের জন্য নামবো। মাঠে যদি ভালো খেলতে পারি, তাহলে আমরা জিতব আশা করি। খেলাধুলায় হার জিত থাকবেই, পাঁচ ম্যাচের পাঁচটা হেরেছি, মানসিকভাবে আমরা আসলে ওরকম চিন্তা করছি না। আরও সাতটা ম্যাচ বাকি। চেষ্টা থাকবে আমরা যেন ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে পারি।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.