সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কর্যদিবস বুধবার (৩১ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। গত দিনের তুলনায় বেড়েছে লেনদেনও।

ঢাকা স্টক এক্চেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩ দশমিক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৫৩ পয়েন্টে।

এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ১৬ পয়েন্ট কমে ২ হাজার ১০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৯৭৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৩৯ কোটি ৮৬ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে হয়েছে ৩৯৩ টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ১৪৫ টির, কমেছে ২০৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।

অন্যদিকে, দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪ দশমিক ৮০ পয়েন্ট কমে লেনদেন শেষ হয়েছে ১৭ হাজার ৪২৭ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১ টির, দর কমেছে ১২৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৪ কোটি ৭৮ লাখ টাকা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.